সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৭ তম বার্ষিক সাধারণ সভা ও শপথ অনু্ষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা, শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান -২০২১ করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের আয়োজিত অনু্ষ্ঠানে আলোচনাসভা, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান, সাবেক জেলা মুক্তিযুদ্ধো সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ সহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা কমিটির পরিচালক ও সকল সদস্য এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতারা বলেন, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
সিরাজগঞ্জ ব্যবসা-বানিজ্যকে অগ্রগতি ও উন্নয়নের ধারা সচল রাখতে সবাই কে এক সাথে কাজ করে যেতে হবে। সিরাজগঞ্জ হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এখানে অনেক ব্যবসায় উন্নতি করা সম্ভব। শিল্পপার্ক ও অর্থনীতি অঞ্চলের কারনে- সিরাজগঞ্জে ব্যবসা-বাণিজ্যর উন্নতি করা সহ আরোও তরান্বিত করা সম্ভব। এ সময় অনু্ষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।