সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
১৭মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে – সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এক আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে ।

বুধবার ইসলামিকফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে- উক্ত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, , সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, ইসলামী ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ প্রমুখ । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হযরত মাওলানা আবু বকর সিদ্দীক।