সিরাজগঞ্জ কামারখন্দে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
খাইরুল ইসলাম, কামার খন্দ প্রতিনিধি:
সিরাজগঞ্জ কামারখন্দে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ, আটক মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে মো. আ: মালেক সেখ, তিনি দীর্ঘ দিন যাবৎ ইয়াবা,ফেনসিডিল সহ নানা ধরনের মাদক ব্যবসায় জড়িত বর্তমান কামারখন্দ থানায় তার নামে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এস,আই) মহিদুল হাসান জানান, ৩০শে মে বৃহস্পতিবার সন্ধায় এক গোপন সংবাদের বৃত্তিতে আমরা ধোপাকান্দী বাকছি পাড়া মোড়ে অভিযান চালাই এসময় আ: মালেককে তল্লাশি করলে তার পকেটে থেকে পাওয়া যায় ৫০ পিচ ইয়াবা। আটককারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্তন আইন ২০১৮ অনুযায়ী মামলা করে (৩১ মে) দুপুরে জেল হাজতে প্ররণ করা হয়।