সিরাজগঞ্জ কামারখন্দে পরকীয়ায় মনমালিন্য হওয়ায় প্রেমিকা তার প্রেমিকের লিঙ্গ কর্তন করেছে
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়ায় মনমালিন্য হওয়ায় প্রেমিকা তার প্রেমিক দুলালের (৫৫) লিঙ্গ কর্তন করা হয়েছে । আশংকাজনক অবস্থায় রবিবার (২ ডিসেম্বর’১৮)রাত ৭টা ৫০ মিনিটে তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রেমিক দুলাল হোসেন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে । স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুলাল হোসেনের সাথে একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী রওশন আরার দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিলো । এনিয়ে এলাকায় একাধিকবার সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। গত কিছুদিন হলো তাদের প্রেমের সম্পর্কের অবনতি হয়। রবিবার সন্ধ্যায় রওশন আরার স্বামী আব্দুস সাত্তার বাড়িতে না থাকায় বের হয়। এই সময় প্রেমিককে ভালোভাবে ডেকে এনে মারপিট করেএবং ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করে। রওশন আরা জানান, আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করায় এ ঘটনা ঘটে। দুলালের পরিবারের লোকজন জানান,রওশনআরা দুলালকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুলালের লিঙ্গ কেটে দেয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রোকনুজ্জামান বলেন দুলালের অবস্থা ভালো না । উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।