সিরাজগঞ্জ কামারখন্দে তিন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জ কামারখন্দে উপজেলার রসুলপুর গ্রাম থেকে গত কাল (২১এপ্রিল) রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত সাখাওয়াত হোসেনের ছেলে হাসানুল ইসলাম লিটন (৪৫), একই গ্রামের বাসিন্দা মৃত আফজাল হোসেন ছেলে মুরাদউজ্জামান পলাশ(৪৪) এবং নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে মোস্তফা কামাল (৩৫)। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। কামারখন্দ থানার এস.আই মহিদুল হাসান জানান, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করি। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সোমবার বেলা সাড়ে বারোটায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।