সিরাজগঞ্জ কাজিপুরের ৬টি ইউনিয়নকে লক ডাউন ঘোষনা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলায় কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেছে কাজিপুর উপজেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সোনামুখী, নাটুয়াপাড়া, চরগিরিশ,মুনসুর নগর,তেকানি ও নিশ্চিতপুর এই ৬টি ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) জাহিদ হাসান সিদ্দিকী । কাজিপুর উপজেলার জামালপুর জেলা ও বগুড়া জেলার ধনুট উপজেলার এলাকার সীমান্তবর্তী এলাকাকে লক ডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত ছয়টি ইউনিয়নে প্রবেশ ও বর্হিগমন সম্পূর্নভাবে নিষিদ্ধ থাকবে বলে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।