সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কড্ডা কৃষ্ণপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে মুরগীওয়ালা, ঠাঁই হলো জেলহাজতে।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে রাশিদুল ইসলাম রাজু (৩৭) নামে এক মুরগী ব্যবসায়ী যুবককে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১০ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী। এর আগে সোমবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার কড্ডা কৃষ্ণপুর (ভূইয়া পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত মুরগী ব্যবসায়ী রাজু সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর (ভূইয়া পাড়া) গ্রামের মৃত আব্দুল রাজ্জাক ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কড্ডা কৃষ্ণপুর (ভূইয়া পাড়া) গ্রামের মালেয়াশিয়া প্রবাসীর স্ত্রীর দুই সন্তানের জননীর সঙ্গে দীর্ঘদিন মুরগী ব্যবসায়ী রাজুর পরকীয়া চলছিল। এরই এক পর্যায়ে সোমবার (৮ মার্চ) গভীর রাতে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায় রাজু। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রাজু ও প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ঘরের মধ্যে আটকে রাখে। পরে ৯৯৯ এ ফোন করে সদর থানা পুলিশের কছে তাদের সোপর্দ করে।

সয়দাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, রাজু ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের পুলিশে দেয়া হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী তাদের আটক করে ৯৯৯ এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে থানা নিয়ে আসে। জনসাধারণের বিরক্তি উৎপাদনকারী বস্তু বা কাজের শাস্তি (২৯০) ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে ।