সিরাজগঞ্জ এ বাসচাপায় কলেজছাত্রী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসের চাপায় সুইটি খাতুন ১৭ এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
শনিবার ১৩ জানুয়ারি সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুইটি বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
চারজন যাত্রী নিয়ে মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল ব্যাটারি চালিত একটি ভ্যান। এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী সুইটি মারা যায়। আহত হয় আরও তিন যাত্রী।