সিরাজগঞ্জ এনায়েতপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাটাবাড়ি খেলার মাঠে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ক্যাম্পের উদ্বোধন করেন। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডিাষ্ট্রির সদস্য, নাট্য ও চলচিত্র পরিচালক কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ও শাহজাদপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় জালালপুর ইউপির অসহায় দুস্থ প্রায় আড়াইশ’ চক্ষু রোগীকে বিনামুল্যে চক্ষু পরীক্ষা, অপারেশন ও চশমা বিতরণ করা হয়।
এসময় শাহজাদপুর ইউএনও নাজমুল হুসেইন খাঁন, এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম, ৭১ টিভির সাংবাদিক মাসুদ পারভেজ ও জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।