সিরাজগঞ্জ এক্সপ্রেসের সমস্যা সমাধানে আমাদের এমপি মহোদয়ের নিকট মাননীয় রেলমন্ত্রীর আশ্বাস
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ এক্সপ্রেস থেকে এসি কোচ কেটে নেয়ার কারণে সিরাজগঞ্জে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে এর প্রতিবাদে কর্মসূচি নেয়ার জন্য শহরবাসীর পক্ষ থেকে চাপ আসা শুরু হয়েছিল। এজন্য কমিটির নেতৃবৃন্দ আজকে মিলিত হয়েছিল। এদিকে এ সমস্যা সমাধানের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবী উঠছিল।
কিন্তু আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের এক মিটিংয়ে অংশ গ্রহণ করার জন্য এম পি মহোদয় তিউনিসিয়া অবস্থান করছিলেন। এজন্য আমরা কিছুটা অসহায়বোধ করছিলাম। কিন্তু আমাদের সভা চলাকালীন সময়েই মাননীয় সংসদ সদস্যের নিকট থেকে টেলিফোন পেলাম। উনি আজই বাংলাদেশে ফিরেছেন। ঢাকা নেমেই মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানালেন তিনি। মাননীয় এম ডাঃ হাবিবে মিল্লাত মুন্না মহোদয়ের নিকট মাননীয় রেলমন্ত্রী অতিদ্রুত সিরাজগঞ্জ এক্সপ্রেস এর এ সি কোচের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেছেন। এম পি মহোদয়ের টেলিফোনের কথা উপস্থিত সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের নিকট জানালে সবাই সন্তোষ প্রকাশ করেন।সবাই এম পি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই তরিৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।
প্রকৃতপক্ষে আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মহোদয়ের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছিল।সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছিল, সিরাজগঞ্জবাসীর প্রানের দাবি বাস্তবায়িত হয়েছিল। সিরাজগঞ্জ এক্সপ্রেস নিয়ে যে সিরাজগঞ্জবাসীর মতই সিরাজগঞ্জ এর মাননীয় সংসদ সদস্য মহোদয়েরও প্রচন্ড আবেগ আছে তা আবার প্রমাণিত হল-।
মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত সাহেবকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমরা সিরাজগঞ্জবাসী মাননীয় রেলমন্ত্রীর আশ্বাস দ্রত বাস্তবায়নের প্রতিক্ষায় রইলাম।