সিরাজগঞ্জ উল্লাহপাড়াতে ভারতীয় সিরিয়াল দেখতে বারন করায় এক স্কুল ছাত্রির আত্মাহত্যা
আবির হোসাইন শাহীন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভারতীয় টিভি সিরিয়াল দেখতে বাবা বারন করায় অভিমান করে একা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে উপজেলার পঞ্চক্রোশী আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্রী ও ভদ্রকোল মহল্লার আশরাফুল সরকারের মেয়ে।
এলাকাবাসীর তথ্যমতে শুক্রবার রাত ১০ টার দিকে একা খাতুন লেখাপড়া বাদ দিয়ে ভারতীয় টিভি সিরিয়াল দেখে। বিষয়টি তার বাবা লক্ষ্য করে শাসন করলে মানঅভিমান করে খাওয়াদাওয়া বন্ধ করে । শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে বাড়িতে রাখা কেমিক্যাল পান করে। এঘটনার পর দ্রুত তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।