উল্লাপাড়া

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি…

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশন এলাকায় আগুন লাগার কারনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ছয় লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে । পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা আফছার আলী বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই এলাকার তিনটি দোকানে আগুন লাগেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে অনে।

এ ঘটনায় অন্তত সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।