সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-২ এর ক্ষতিগ্রস্হ ভূমি মালিকদের ক্ষতিপূরনের দাবীতে সমাবেশ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল -২ এর ক্ষতিগ্রস্হ ১০টি মৌজার ভূমি মালিকরা ক্ষতিপূরনের দাবিতে মঙ্গলবার ( ০৯ এপ্রিল-২০১৯) এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সিরাজগঞ্জ শহরের মালশা পাড়া -০৩ এলাকায় সমাবেশে অতিদ্রুুত ভূমির ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্হ ভূমির মালিক এস,এম মজনুর রহমান, ১১নং ওয়ার্ড পৌর কান্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কান্সিলর জয়নাল আবেদীন তারা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুলল কাদের চান, নূরুল আলম তালুকদার, সোহরাব হোসেন মাস্টার, ফকির মাহমুদ, আবুল মন্ডলল, হুমায়ুন আহমেদ,আলী আকবর, মুসা মন্ডল, আবুল মন্ডলল প্রমুখ। বক্তাগন আরো বলেন, সরকার সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চল -২ এর জন্য স্হান নির্ধারন করেছেন। ১০টি মৌজার মধ্যে এই অঞ্চল। এই মৌজাগুলির ভূমির মালিকদের রেকর্ডভূক্ত সম্পত্তি রয়েছে। ক্ষতি পূরনের ব্যবস্হা না করায় তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে। এ ব্যাপারে, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ক্ষতিপূরনের আশ্বাস দিয়েছেন। আগামী ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতি পূরনের ব্যবস্থা না করলে বৃহত্তর কর্মসূচী গ্রহন করা হবে।