সিরাজগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আটক-১
নিজস্ব প্রতিবেদকঃ
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রন অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি, মাদক দ্রব্য, চোরাই মোটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫- মার্চ পুলিশ সুপারের নির্দেশনায় ওসি, ডিবি মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই খোকন চন্দ্র সরকার সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন যমুনা নদীর পূর্ব প্রান্তে মেছরা ইউনিয়ন অন্তর্গত রূপসার বাজার নামক স্থানে ১৭.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন (২৪), পিতা-মোঃ গাজিউর রহমান, সাং-বালিয়ামেন্দা থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর এর হেফাজত হতে জব্দকৃত নিম্নবর্ণিত সর্বমোট ০৬ (ছয়) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আসামীদেরকে উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেল সস্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সিরাজগঞ্জ জেলা সহ পার্শ্ব বর্ণিত জেলা হতে মোটর সাইকেল চুরি করে দীর্ঘদিন যাবৎ উক্ত গোপন আস্তানায় রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।১. Apache RTR 150 সিসি ০২টা।২. Discover ১০০ সিসি ০২টা।৩. Walton leo ১০০ সিসি ০১টা।৪. Hero Honda ৮০ সিসি ০১টা।
