সিরাজগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“সমবায় ভিত্তিক সমাজগড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি ” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সমবায় সমিতির কার্যালয় ও সদর উপজেলা সমবায় সমিতির আয়োজনে, রোববার (২৫ নভেম্বর’১৮)সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে র্যালির নেতৃত্বদেন প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। সকাল সাড়ে ১০টা শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জেলা সমবায় অফিসার মোঃ সামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান আলী সিকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন সমবায়সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সদর উপজেলার সুযোগ্য সমবায় অফিসার আমাত -উল ইলা খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা সমবায়েরপরিদর্শক মোছাঃ রেজওয়ানা ইসলাম, ও রাজীবুল ইসলাম। দুপুরে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা এসময় ভিডিও কনফারেন্স মনোযোগ সহকারে শোনেন সমবায়ের বিভিন্ন সদস্য/সদস্যাবৃন্দ ।
অনুষ্ঠানে কয়েকজন সমবায় সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন, কিছু সংখ্যক সিরাজগঞ্জ সদরে নাম মাত্র সমবায় সমিতি সংগঠন রয়েছে। তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতি ও অভিযোগের কথা রয়েছে। তারা বলেন, যেমন- সিরাজগঞ্জ ইঞ্জিনিয়ারিং বহুমুখী সমবায় সমিতি, স্বনির্ভর বহুমুখী সমিতি,সিরাজগঞ্জ কেন্দ্রীয় ব্যাংক সমবায় সমিতি তারা কি কার্যক্রম করেন সিরাজগঞ্জের অনেকেই জানেন না, সরকারি সকল সুবিধা নিচ্ছেন অথচ দরিদ্র মানুষের কোন উপকার হচ্ছে না। এসব সমবায় সমিতির কর্মকর্তারা সব সময় নিজের সুযোগ -সুবিধা নিয়ে ব্যস্ত থাকেন। সব হরিলুট করেন বলে জানান, সমবায় সমিতির বেশ কয়েকজন সদস্য ।