সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ।
আজিজর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান।
আটকরা হলেন, সদর উপজেলার সদানন্দপুরের আবদুল কাদেরের ছেলে মোঃ নুর হোসেন (৩০), শিয়ালকোলের আমীর শেখের ছেলে মোঃ মজিদ (৩০), দিয়ার বৈদ্যনাথের আমিনুল ইসলাম (২৮)।
তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে কড্ডা মোড় ও শিয়ালকোল এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।