সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৩ ব্যক্তিকে অটোরিকশা ও অসহায়দের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের শ্রমজীবী তিন অসহায় ব্যক্তিকে ঈদ উপহার হিসেবে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার প্রদান সহ এবং তৃতীয় লিঙ্গ ( হিজড়া ) গোষ্ঠী’র ২০ জনকে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরন করেছেন।

সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম । সোমবার (১০ মে) বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার বিতরন ও অটোরিকশা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শরাবত আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, উপ-পরিদর্শক আবু জাফর নয়ন প্রমুখ।