সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৩৩৮ তম স্কাউটস বিষয়ক ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন

মাকছুদা খাতুন, সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনা ও সিরাজগঞ্জ সদর উপজেলার ব্যবস্হাপনায় ৩৩৮ তম স্কাউট লিডার ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন করা হয়।

৩ সেপ্টেম্বর সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জের সহ-সভাপিত ও সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কে্ন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার কমিশনার, জান্নাত আরা হেনরী তালুকদার, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সম্পাদক (এল.টি) সরকার ছানোয়ার হোসেন, সহ-সভাপতি (এল.টি) মোঃ আবু তাহের মিয়া, এক্সিম ব্যাংক, সিরাজগঞ্জের ম্যানেজার ( পি.আরএস) এম,এম,কামরুল হাসান, সদর উপজেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক স্কাউটস সদস্য, শিক্ষক ওশিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।