সিরাজগঞ্জে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় প্রফেসর এমএ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের আয়োজনে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয়প্রতিবন্দ্ধি দিবস পালন করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর’১৮)সকালে কালেক্টরেট চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফিরোজ মাহমুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন এবারের এ প্রতিপাদ্য কে সামনে রেখে র্যালী পূর্বে সংক্ষিপ্ত আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফিরোজ মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোছাঃ উম্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ প্রমুখ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গির আলম রতন, মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এডিডি ইন্টারন্যাশনাল এর রজলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমিন, পিডাাব্লউডির নির্বাহী পরিচালক হোসনে আরা জলিসহ প্রতিবন্ধিী স্কুল, সংস্থার কর্মকর্তারা র্যালীতে অংশ গ্রহন করে। র্যালী শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।