সিরাজগঞ্জে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে বুধবার (২৩ জানুয়ারী -২০১৯)সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০১৯ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত দায়িত্ব শিক্ষা ও আইসিটি মোঃ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় কুমার স্নিগ্ধ, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনারগণ, সিরাজগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন এবং সিরাজগঞ্জ জেলার ৭৫ টি কেন্দ্রের কেন্দ্র সচিব/ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ। আগামী ২ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছরে ৪৯৬৪ টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করবে। উক্ত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলায় এ বছর এসএসসি/সমমান পরীক্ষা ৭৫ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসির পরীক্ষা কেন্দ্র ৪৩ টি মোট পরীক্ষার্থী ৩৭ হাজার ২১২ জন যার মধ্যে ছাত্র সংখ্যা- ১৯ হাজার ৪২৮ জন এবং ছাত্রী সংখ্যা ১৭ হাজার ৭৮৪ জন। দাখিল পরীক্ষার কেন্দ্র ১১টি মোট পরীক্ষার্থী ৫ হাজার ৩৭৩ জন যার মধ্যে ছাত্র সংখ্যা- ২ হাজার ৫৫৪ জন এবং ছাত্রী সংখ্যা ২ হাজার ৮১৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র ২১টি মোট পরীক্ষার্থী ৪ হাজার ৮৪০ জন যার মধ্যে ছাত্র সংখ্যা- ৩ হাজার ৮০৭ জন এবং ছাত্রী সংখ্যা ১ হাজার ৩৩ জন চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করবে। আলোচনা সভায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের নিমিত্তে নিম্নরুপ করনীয় সিদ্ধান্ত গৃহিত হয়। প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট বা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব বা নির্বাচিত পরীক্ষার কনভেনার এবং পুলিশের কর্মকর্তা একসঙ্গে টেজারী অফিস থেকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারীর মাধ্যমে সেট নির্ধারন করে পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হবে। প্রশ্নপত্র দুই প্যাকেট থাকবে। উপরের প্যাকেট বিশেষ সিকিউরিটি কোড লাগানো থাকবে এবং ভিতরের প্যাকেট সীলগালা অবস্থায় থাকবে। দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট বা ট্যাগ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। ৩০ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক ভাবে হলে প্রবেশ করতে হবে। কোন বিশেষ কারণে কোন ছাত্র ৩০ মিনিট পূর্বে হলে ঢুকতে ব্যর্থ হলে তাকে রেজিষ্ট্রার খাতায় তার নাম, তথ্য লিপিবদ্ধ করে হলে ঢুকানো হবে। একই ঘটনা একাধিক দিন হলে তাকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষার কেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকসহ কোন কর্মকর্তা মোবাইল ফোন কাছে রাখতে পারবে না। পরীক্ষা চলাকালে কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। এর মধ্যে মুঠোফোনসহ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও বহন নিষিদ্ধ থাকবে। মোবাইল ও ডিভাইস পাওয়া গেলে ১৪৪ ধারার মধ্যে বেআইনি কর্মকান্ড ঘটানোর অপরাধে শস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস এবং নকলের সহায়তার দায়ে কেউ চিহ্নিত হলে সেই শিক্ষককে চাকুরীচ্যুত করা হবে এবং প্রশ্নফাঁস বা পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র সরবরাহে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেবে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, গত বছর গুলোতে সিরাজগঞ্জ জেলায় সকল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সকলে মিলে সুষ্ঠ ও সুন্দরভাবে আগামী ০২/০২/২০১৯ ইং অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০১৯ শেষ করতে চাই। এতে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অপরাধমূলক কোন কর্মকান্ড মেনে নেওয়া হবে না। অপরাধমূলক কোন কর্মকান্ড সংগঠিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।