সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে  ১৬ তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনা সভায় হয়েছে

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :

রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে  ১৬ তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত  হয়েছে।

সিরাজগঞ্জ  জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা আয়োজনে ও সার্বিক সহযোগিতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট

রবিবার  (২ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত আলোচনাসভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আখতারুজ্জামান।

উক্ত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে রাখেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক  মুহাম্মদ মতিয়ার রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা।
সন্মানিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, এনডিপি’র উপ-পরিচালক, কাজি মাসুদুজ্জামান, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ রিয়াজুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মনিরুল এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি উপ-ব্যবস্থাপক  শিপন চন্দ্র নাগ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম  প্রমুখ।

এসময়ে বুদ্ধিপ্রতিবন্ধি অভিভাবক নাহিদ সুলতানা, বুদ্ধি প্রতিবন্ধি রাশেদুল হাসান সহ অন্যান্য প্রতিবন্ধী ও অভিভাবকেরা বিভিন্ন এনজিও প্রতিনিধি ও তৃতীয়লিঙ্গের সদস্যা,  হরিজন সম্প্রদায়ের  অনেকে উপস্থিত ছিলেন।

পরে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে   আরেক  অনুষ্ঠানে ৫০ দিনব্যাপী অগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এতে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করবে। অনুষ্ঠানে বিগত সময়ের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।