সিরাজগঞ্জে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস২০২২ পালিত
নিজস্ব প্রতিবেদক :
“এমন বিশ্ব গড়ি অটিজন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে ১৫ তম, বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক আলোচনা সভা, শোভাযাএা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ এপ্রিল সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও জেলা শিল্পকলাএকাডেমি সিরাজগন্জ, এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ সিরাজগঞ্জ এর সহযোগিতায় সভাপতি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, স্বাগত বক্তা জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, ও বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা,বেসরকারী সংস্থা এনডিপি এর উপ- পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, প্রমূখ,
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা অফিসার উওম কুমার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা বেসরকারী সংস্থা এনডিপি এর ( শিক্ষা ও প্রতিবন্ধীতা বিষয়ক সহকারী ব্যবস্থাপক) শিপন চন্দ্র নাগ, সাইটসেভার্স এর প্রকল্প কর্মকর্তা তপন কুমার, রাজিব পুর অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন,
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান,
উল্লেখ্য – ১৫ তম, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম প্রতিবন্ধী ছাএ- ও ছাএীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে চিএাংকন, কবিতা আবৃতি ও নৃত্য, গানে মোট ১৬ জনের মধ্যে প্রথম স্থান দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ,
এবং বাকী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বিশেষ শান্তনা পুরস্কারের মাধ্যমে অটিজম শিশুদের কে মেধা বিকাশে উদ্ভব করা হয়েছে। শেষে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় নৃত্য, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন প্রতিযোগীতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, এনডিপি উপ- পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, এবং ফিজিওথেরাপিজ জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, সিরাজগঞ্জ মোঃ মাহবুবুল হক,অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ বলেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু – কিশোরদের সম্ভাবনা গুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে তারা পরিবার, সমাজও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।