সিরাজগঞ্জে ১৪তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৮ উদযাপন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ১৪তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২ ডিসেম্বর’১৮)সকালে প্রেস ক্লাব চত্বর থেকে বিএনএফ সিরাজগঞ্জে কর্মরত সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর সামনে শেষ হয়।
পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রতন এর সভাপতিত্বে আরোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমতা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভুইয়া, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর মোঃ জাহিদ হাসান, কামারখন্দ পল্লী উন্নয়ণ সংস্থা (কেপিইউএস) এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, মল্লিকা মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি, পরির্বতন এর প্রতিনিধি রুখসানা নাসরিন প্রমূখ ।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, মানব উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী খান। এসময় রূপালী আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক বেবী বেগম,প্রগতীশীল নারী প্রচেষ্টার প্রতিনিধি গৌতম কুমার কুন্ড,গণমূখী উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বেলাল হোসেন, পবন এর নির্বাহী পরিচালক নাসরিন হাকিমসহ সকল এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।