সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১১৯জন ডেঙ্গু আক্রান্ত

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হসপিটালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে পাঁচজন।  গত ১১ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা এ জেলায় দাঁড়ালো ১১৯ জনে।  আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। বাকি রোগীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান,  এখন ও  সিরাজগঞ্জের  ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৮ জন, বেসরকারি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮জন ,  নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন ।   সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী বলেন, ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশা নিধনে পৌর এলাকায় গত কয়েক দিন থেকে প্রতিদিন ১শ’ লিটার করে ওষুধ স্প্রে করা হচ্ছে। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, সার্কিট হাউসে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে পড়েছি। সিভিল সার্জন অফিসের টেকনেশিয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সিরাজগঞ্জ সার্কিট হাউস এলাকা থেকে গত ক’দিনে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশার অন্ততপক্ষে  ৬০ টি লার্ভা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে সংগৃহীত নমুনাগুলো ডেঙ্গু জীবাণু বহনকারী এডিস মশার লার্ভা