সিরাজগঞ্জে ১হাজার ৪০ টাকা দরে সরকারিভাবে ধান কিনতে কৃষি কার্ড সংগ্রহ শুরু
মোঃ খাইরুল ইসলাম, কামারখন্দ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে দ্বিতীয় পর্যায়ে প্রতি মণ ১ হাজার ৪০ টাকা দরে সরকারিভাবে ধান কিনতে প্রকৃত কৃষকদের কাছ থেকে কৃষি কার্ড সংগ্রহ শুরু হয়েছে । রবিবার সকাল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৯ জুলাই মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্তÍ। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মিনি অডিটোরিয়ামে কৃষি কার্ড সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে কামারখন্দ উপজেলায় ৬শ’ ৪৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, উপজেলা মিনি অডিটোরিয়াম ছাড়াও চারটি ইউনিয়নে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি ইউনিয়নে একটি করে বুথ স্থাপন করা হয়েছে সেখানে উপ সহকারি কৃষি কর্মকর্তারা কৃষি কার্ড সংগ্রহ করবেন। ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রকৃত কৃষকরাই যেন সরকারিভাবে ধান দিতে পারেন সে জন্য কৃষি কার্ড সংগ্রহ করা হচ্ছে। সরকারিভাবে ধান ক্রয়ে কোন প্রকার অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।