সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১কোটি ৩৫ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাসুদ রেজা, নিজন্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ১কোটি ৩৫ লক্ষ টাকার (১ কেজি ৩৫০ গ্রাম) হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে নবাগত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেছেন

প্রেস বিজ্ঞপ্তিতে নবাগত পুলিশ সুপার জানান, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ এর নেতৃত্বে সিরাজগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল ২৮ আগস্ট রাত্রী অনুমান ০৩.০০ ঘটিকায় কড্ডার মোড়ে অভিযান পরিচালনায় ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় মাদক ব্যবসায়ী অহিদ আলী নবীন (৩২) কে আটক করে তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১৩টি প্যাকেটে মোট ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা), ১ লিটার বিদেশী মদ উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অহিদ আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক পাচারকারী অহিদ আলীর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। প্রায় সাত বছর যাবৎ সে মাদক পাচারের সাথে জড়িত। তার নামে ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সদর সার্কেল জসিমউদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

এ সংক্রান্তে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।