সিরাজগঞ্জে হ্যান্ডকাপসহ পুলিশের নিকট থেকে পালানো সময় এক আসামী গুলিবিদ্ধ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ শহরের থানার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের নিকট থেকে হ্যান্ডকাপসহ ছিনতাই মামলার আসামী পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানায় করা এক ছিনতাই মামলার আসামী মোঃ ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।
পরে রাতে পুলিশ ঐ আসামীকে নিয়ে শহরের সড়কও জনপথ বিভাগের অফিসের পিছনে ছিনতাই এর মালামাল উদ্ধার করার অভিযানে যায়। এসময় আসামী অন্ধকারের মধ্যে গাড়ী থেকে লাফ দিয়ে হ্যান্ডকাপসহ দৌড় দেয়। পরে পুলিশ তাকে উদ্দেশ্য করে গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে চিকিৎসা দেয়ার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে ।
গ্রেফতারকৃত ফয়সাল এক জন প্রফেসনাল ছিনতাই কারি,তার নামে থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।