শাহজাদপুর

সিরাজগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া মাদক মামলার সেই আসামি চান্নু শেখকে (২৫) পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ মে) ভোর রাতে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চান্নু শেখ শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চান্নু শেখকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর আমলী আদালত থেকে অটোরিকশায় করে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে আতাউর রহমান আতা (৩৫) ও আসামি চান্নু শেখ নামে মাদক মামলার দ‍ুই আসামি পালিয়ে যায়। ওই রাতেই আতাউর রহমান আতাকে গ্রেফতার করা হয়।
এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুল হাই ও বিদ্যুৎ কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার।