সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হত্যা মামলায় পলাতক নারীসহ ৩ আসামী গ্রেফতার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -১২) বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় পলাতক নারীসহ ০৩ আসামী গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর)
রাতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক নারীসহ ০৩ আসামীকে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ আব্দুল বারী আকন্দ(২২), পিতাঃ মোঃ আল মাহমুদ আকন্দ, ২। মোঃ আল মাহমুদ আকন্দ(৪৫),পিতা-মৃত হাবিবুর রহমান আকন্দ, ৩। মোসাঃ রোকেয়া খাতুন(৪০),স্বামী-মোঃ আল মাহমুদ আকন্দ, সর্ব সাং-চরফরিদপুর, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের এজাহারভুক্ত আসামী গ্রেফতার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের সলঙ্গা থানার মামলা নং-২৬, তারিখ-২৭/১১/২০২০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী/(০৩) এর ১১(ক)/৩০ ; কে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।