সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা সানুর সন্ধান দাবীতে মানববন্ধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানুকে সাদা পোশাকধারী পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে তুলে নেয়ার অভিযোগ এনে প্রশাসন কর্তৃক তা অস্বীকার করার প্রতিবাদে ও তার সন্ধান দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ এর সভাপতিত্বে আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বিএনপি সহ-সভাপতি বীরমুুুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ অন্যন্যরা বক্তব্য রাখেন। এসময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সানুর পরিবারের সদস্য ও এলাকা বাসীর একাংশ উপস্হিত ছিলেন ।
বক্তারা বলেন, শুক্রবার (১০মে-২০১৯) বিকেলে মালশাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্ডলের জানাযা শেষে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ষ্টেডিয়াম রোড থেকে সাদা পোশাকধারী সিরাজগঞ্জ সদর থানার দুই পুলিশ কর্মকর্তা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে পুলিশ সানুকে আটকের বিষয়টি অস্বীকার করে। অবিলম্বে তারা সানুকে ফিরিয়ে দেবার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি ধানবান্ধি মহল্লার শতাধিক নারী পুরুষ মানব-বন্ধনে অংশ নেয়।