সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সোনালী ইট ভাটায় ভ্রামমাণ আদালতের লাখ টাকা জরিমানা   

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় সোনালী ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার সময়  সদর উপজেলার  ছোনগাছা ইউনিয়নের শানগাছা ডাকাতিয়া বাড়ি সোনালী ইট ভাটায়  এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান।

আদালত সূত্রে  জানাযায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী   সিরাজগঞ্জ সদর উপজেলার   শানগাছা ডাকাতিয়া বাড়ি সোনালী  ব্রিকস্  এ অভিযান চালিয়ে  ভাটার মালিক সানজিত হাসান সিদ্দিককে  এ জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসানসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।