সিরাজগঞ্জে সোনতনী ও বড়হর ইউপি নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের ইউনিয়ন নির্বাচন ২০২২ এ শাহজাদপুর সোনাতনী ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
ধার্যকৃত নির্বাচনে বুধবার (১৫ জুন) সবগুলো কেন্দ্রে ভোট গণনার পর বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন স্বস্ব রিটার্নিং কর্মকর্তা।
উপজেলার সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান ৯ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলার বড়হর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মোননীত প্রার্থী জহুরুল হাসান নান্নু ১০ হাজার ৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলো।
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামছুদ্দিন সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
সিরাজগঞ্জ শাহজাদপুর সোনাতনী ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড ফারুক আহাম্মদ বলেন- নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে
সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে, তিনি আরো বলেন যারা আজকে চেয়ারম্যান হয়েছেন আপনারা আপনাদের দায়িত্ব কতব্য কে সঠিক ভাবে পরিচালনা করবেন। এবং আপনারা সৎ ও নির্ভীক ভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। তাহলেই প্রকৃত আদর্শে নিজেদেরকে পরিচালিত করতে পারবেন। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উল্লাপাড়া নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন, সিরাজগন্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, শাহজাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।