সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সেম্বকর্প নর্থ-ওয়েষ্ট পাওয়ার কোম্পানী লিমিটেড,ইউনিট ৪-এর উদ্যোগে শীতার্ত গরীব অসহায় ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে সেম্বকর্প নর্থ-ওয়েষ্ট পাওয়ার কোম্পানী লিমিটেড,সিরাজগঞ্জ ইউনিট ৪-এর উদ্যোগে গরীব অসহায় শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

মঙ্গলবার(১৮ ডিসেম্বর’১৮) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যমুনানদীরতীর অঞ্চলের গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেম্বকর্প এর পক্ষে গ্লোবাল অপারেশন প্রধান এনজি মেং পো:,ম্যানেজিং ডিরেক্টর খন্দকার নাজমুল আহসান,নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর পক্ষ থেকে শফিকুল ইসলাম,সায়দাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নবীদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আজিজ মন্ডল সহ প্রতিষ্ঠানের সিঙ্গাপুর,চায়না ও বাংলাদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে কর্মকর্তারা বলেন, আগামিতে ও সিরাজগঞ্জবাসী তাদের সবসময় পাশে পাবে।

উল্লেখ্য,সেম্বকর্প নর্থ-ওয়েষ্ট পাওয়ার কোম্পানী লিমিটেড,বাংলাদেশ নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এবং সিঙ্গাপুর এর সেম্বকর্প ইউটিলিটিস প্রাইভেট লিমিটেড এর একটি যৌথ প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জে ৪১৪ মেগা ওয়াট একটি ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে জাতীয় গ্রীডে ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।