সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের আয়োজনে, ২০১৮- সালের পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+/এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর’১৮)সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সৃৃৃষ্টি শিক্ষা পরিবার ডিরেক্টর জেনারেল এন্ড সিইও।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে । এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্হিত ছিলেন।