সিরাজগঞ্জে সিআইজিদের মাঝে চপার মেশিন ও আটো ভ্যান বিতরণ
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোজিল প্রোগ্রাম ফেজ -II প্রজেক্ট (এনএটিপি-২) আত্ততায় এআই এফ -২ উপপ্রকল্পের অন্তর্ভুক্ত সিআইজি এর মাঝে চপার মেশিন , অটোভ্যান ও মিল্ক ক্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বাস্তবায়নের সিআইজি এর মাঝে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন , ভেটেনারি সার্জন ডাঃএস এম মাহমুদুল হক,এনএটিপি প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন,ডাঃ মোছাঃ মৌসুমি খাতুন প্রমূখ ।
এ সময় মোঃ ইউসুফ আলী এল এস পিএবং প্রাণিসম্পদ দপ্তর অন্য অন্য কর্মচারী ও ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার কালিয়াহরিপুর, রতনকান্দি, বাগবার্টী, কাওয়াকোলা, ছোনগাছা ইউনিয়নের ১৮০ জন সিআইজি দের মাঝে চপার মেশিন ২৪ টি, অটো ভ্যান ১২ টি, মিল্ক ক্যান ১৪০ টি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি৷
