সিরাজগঞ্জে সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে বিপুল পরিভ্রাম্যমানমান বোতলজাত সয়াবিন তেল উচ্চ মূল্যে বিক্রির করার আশায় গোডাউনে মজুদ করার দায়ে ৩টি গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দত্ত এ্যান্ড বাদ্রার্সকে- ৫০ হাজার, মের্সাস অর্ণব ষ্টোরকে -৫০ হাজার ও শহিদুল এন্ড ব্রাদার্সকে-৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে পৌর শহরের ঘোষগাঁতীর পাট বন্দরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেন । তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উল্লাপাড়ার ঘোষগাঁতী পাট বন্দরে দত্ত এন্ড ব্রাদার্স এর গুপ্ত গোডাউন থেকে সাড়ে ১২ হাজার লিটার রুপচাঁদা ও অশোক সরকারের গোডাউন থেকে ১৪ হাজার লিটার ফ্রেশ (বোতল জাত) সয়াবিন তেল মজুদ করেছিল অধিক মুনাফার আশায় ।
বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে তিনি শনিবার সকাল থেকে সেখানে ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন । এ সময় দত্ত এন্ড ব্রাদার্স এর গোডাউন হতে ১২ হাজার ৫ শ লিটার বোতল জাত রুপচাঁদা ও অশোক সরকারের গোডাউন থেকে ১৪ হাজার লিটার মজুদ কৃত ফ্রেশ সয়াবিন তেল জব্দ করেন।
পরে ভ্র্যম্যমান আদালত দত্ত এন্ড ব্রাদার্সের মালিক স্বপন দত্তকে- ৫০ হাজার টাকা, অর্ণব বানিজ্যালয়ের মালিক অশোক সরকারকে-৫০ হাজার টাকা এবং শহিদুল এন্ড ব্রাদার্সের মালিক মোঃ শহিদুল ইসলামকে-৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় জরেন । তিনি আরও জানান জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল একটি কমিটির মাধ্যমে সরকারী মূল্যে খোলা বাজারে বিক্রি করে ওই অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৪/০৫/২০২২