সিরাজগঞ্জে সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক মোঃ বাবুল মিয়া (৩৮) নিহত হয়েছেন।
সোমবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের হাজী ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালি গ্রামের মো. শামসুল হকের ছেলে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাতে হাজী ইটভাটার সামনে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক বাবুুুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।