সিরাজগঞ্জে সরকারি হাস-মুরগীর খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে টেন্ডার জালিয়াতির অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি : মাকছুদা খাতুন
সিরাজগঞ্জে সরকারি হাস-মুরগীর খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। তবে নিয়ম মেনেই টেন্ডারের সকল কাজ সম্পন্ন করা হয়েছে বলে দাবী করেছেন সংশিষ্ট কর্তৃপক্ষ। টেন্ডারে অংশগ্রহণকারী মেসার্স আফরা সাদেকা ফার্মের স্বত্বাধিকারী আমিনুল ইসলামের অভিযোগ, ২০১৮সালের ২৯মে সিরাজগঞ্জ সরকারি হাস-মুরগীর খামারে দুইটি লটে টেন্ডার আহবান এবং ১০জুন গ্রহণকৃত টেন্ডার ওপেন করা হয়। ওপেনিং শিটে মেসার্স আফরা সাদেকা ফার্ম সর্বনিম্ন দরদাতা হিসেবে স্থান পায়। কিন্তু ইভালুয়েশন বোর্ডের নামে ইচ্ছাকৃতভাবে তাকেসহ ৩জনকে বাদ দিয়ে ৪নম্বর সর্বোচ্চ দরদাতাকে কাজটির জন্য মনোনীত করা হয়। যে কারণে সরকার কমপক্ষে ৮লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে। এর আগেও একই টেন্ডারে যোগ্যতা সম্পন্ন ঠিকাদার না পাওয়ার কারণ দেখিয়ে টেন্ডার বাতিল করা হয় বলে তিনি উলেখ করেন।
এদিকে দেশ এন্টাপ্রাইজের প্রদ্বীপ কুমার চন্দের অভিযোগ, ২নম্বর লটের টেন্ডারে অংশ গ্রহণ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হন তিনি। কিন্তু তাকে কাজ না দিয়ে ২য় দরদাতাকে কাজটি দেয়ার জন্য মনোনীত করা হয়। তিনি আরো বলেন, একটি সিন্ডিকেটের কাছে থেকে অনৈতিক সুবিধা নিতেই সংশিষ্ট কর্তৃপক্ষ এ কাজগুলো করেছেন। এতে এই দুই লটের টেন্ডারে সরকারের কমপক্ষে ১০লাখ টাকার ক্ষতি হবে। তাই এ টেন্ডারের ফলাফল বাতিল করে নতুন করে টেন্ডার আহবান করার দাবী জানান তারা। টেন্ডার কমিটির সচিব ও পিডিও সুমাইয়া আরেফিন জানান. সকল নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আর ই-টেন্ডারে প্রতারণার সুযোগ নেই। পাশাপাশি ১নম্বর লটের সর্বনিম্ন দরদাতা মেসার্স আফরা সাদেকা ফার্মের প্রতিনিধিকে স্যাম্পল জমা দেবার জন্য বলা হলেও তিনি স্যাম্পল জমা দেননি। যে কারণে তিনি সর্বচ্ছ করদাতা হয়েও কাজটি পাননি। এদিকে মেসার্স আফরা সাদেকা ফার্মের প্রতিনিধি স্যাম্পল জমা দিয়েছেন বলে দাবী করেন। তবে এর পরের দু’জনের টেন্ডার কেন বাতিল হলো সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি টেন্ডার কমিটির সচিব।