সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতি বছর ন্যায় শহরে প্রতিটি সংগঠনের কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় পাবলিক লাইব্রেরিতে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদোগে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য (রাজশাহী বিভাগ) মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ -সভাপতি নূরে আলম খান হীরা, সিরাজগন্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নবনাট্য সংঘ সদস্য সচিব বাহাউদ্দীন বিশাল,নাবিক নাট্যগোষ্ঠী সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছাম্মি আহমেদ আজমীর, সাবেক কোষাধ্যক্ষ রানা সরকার, সিনিয়র সদস্য গোলাম মোস্তফা, নাট্য নিকেতন এর সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট, বাউল গোষ্ঠীর সভাপতি সঞ্জীব সরকার, দূবার নাট্য গোষ্ঠীর সহ -সভাপতি টি এম জিন্নাহ শিশু নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক ইবনে আল রামিজ প্রমূখ।
উলেখ্য, তীব্র শিতের কারনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটকে এই কম্বল বিতরণের জন্য সার্বিক সহযোগিতা করা হয়েছে।