সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নৌকার প্রচারাভিযান ।
সিরাজগঞ্জঃ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলুর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক জোটের কর্মীদের অধ্যাপক ডঃ হাবিবে মিল্লাত মুন্না এর নৌকার প্রচারাভিযান শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ইমরান মুরাদ,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভোলা,অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক রাকিব সহ সৃজনী আবৃতি কেন্দ্রের সভাপতি মোকবুল হোসেন, অরুণিমা সংগীত একাডেমির সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী,কন্ঠ যোদ্ধা আবৃতি কেন্দ্রের সভাপতি টি এম মোয়াজ্জেম হোসেন, প্রসূন থিয়েটারের সভাপতি মাহবুব এ খোদা টুটুল, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আনু ইসলাম,বীর মুক্তি যোদ্ধা ও কবি খ ম আখতার হোসেন, দূর্বার নাট্য গোষ্ঠীর স ম আলাউদ্দিন, তরুণ সম্প্রদায় (গ্রুপ থিয়েটার) এর প্রচার সম্পাদক ইমরাম হোসেন,শেকড়ের সভাপতি নাসিমা আহম্মেদ,রবীন্দ্র পরিষদের পক্ষে কানিজ রেহানা মুন্নীসহ আরো অনেকে।
প্রচারাভিযান শেষে সকলেই স্বাধীনতার পক্ষের শক্তি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুৃন্না(এম পি)মহোদয় ও নৌকাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।