সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সদর এম পি কর্তৃক দু’টি স্কুলের ভবনের ভিত্তিস্হাপন ও যুব মহিলা লীগের সম্মেলনে যোগদান

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) ওসিরাজগঞ্জ সদর আসনের এমপি,অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ১২আগস্ট দিন ব্যাপী ২টি স্কুলের ভিত্তিস্হাপন অনুষ্ঠান ও যুব মহিলা লীগের সমাবেশ ও সম্মেলনে যোগদান করেন। রবিবার সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জ্ঞানদায়ীনি হাইস্কুলের নতুন বিল্ডিংয়ের ভিত্তি স্হাপন, অভিভাবক সমাবেশ ও দুপুরে চরহরিপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থতলা ভবনের ভিত্তিস্হাপন,শেষে আলোচনাসভা ও বিকেলে জাতীয় শোকদিবস উপলক্ষে শিয়ালকোল ইউনিয়ন যুব মহিলা লীগের সমাবেশ – ত্রি-বার্ষিক সম্মেলন শিলন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

অনুষ্টানগুলোতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের বিনামূল্য বই দেয়, ভাতা দেয়, স্কুল /কলেজের বিল্ডিং করে দেয় , রাস্তা,ব্রীজ,সেতুর উন্নয়নকাজ করেছে। সেই উন্নয়ন সিরাজগঞ্জে ও ব্যাপক করেছি। সদর ও কামারখন্দ উপজেলার রাস্তা, ঘাট,ব্রীজ অডিটোরিয়াম, স্কুল -কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও শিল্প পার্ক গড়ে তোলাহচ্ছে, সেখানে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্হান হবে। সিরাজগঞ্জে মেরিন টেকনোলজি গড়ে তোলা হয়েছে। রাস্তাগুলো পাকা করা হয়েছে আরো হবে। তাই আগামি সংসদ নির্বাচনের জন্য নৌকা মার্কায় সবাই ভোট দিয়ে আবার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় আনতে হবে।