সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ব্যাটারিতচালিত অটোরিকশার ধাক্কায় সিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী)  সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  বাহিরগোলা রোড ( পুরাতন বগুড়া সড়ক)  খাদেমপুল এলাকার পাঠশালা স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।    মৃত সিফাত সদর উপজেলার খোকশাবাড়ীর আল মামুনের ছেলে। সে পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।  সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির জানান, সকালে সিফাত তার পিতার সাথে মোটরসাইকেলে স্কুলের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়।
পাঠশালা স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয় এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।  এ সড়ক দুর্ঘটনায় খবর পাওয়া মাত্র পুলিশের একটি টিম যায়। এবং নিহত শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।