সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ। 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনুষ্ঠানের সমাপনী ও চ্যাম্পিয়ন, রানার্স দলের প্রত্যেক খেলোয়াড়দের মাঝে  নগদ অর্থ  পুরস্কার প্রদান  করা হয়েছে। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজনে এবং  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় – 

তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলায় জেলা ও ৯টি উপজেলার এ্যাথলেট ও ক্রীড়াবিদের অংশগ্রহণে তরুণ  ও  তরুণীদের ফুটবল, ভলিবল, তায়োকােয়ানদো, ব্যাডমিন্টন,  দাবা,  ভলিবল, শুটিং এবং  উশু খেলা সম্পন্ন  হয়। এবং  সমাপনি দিনে ফুটবলে (তরুণী) রায়গঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন ও সদর উপজেলা রানার্সআপ হয়, ভলিবলে (তরুণ)  উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ন এবং সদর উপজেলা রানার্সআপ হয়, ভলিবলে (তরুণী)  সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং উল্লাপাড়া উপজেলা রানার্সআপ হয় এছাড়াও ব্যাডমিন্টন, দাবা, উশু খেলা এবং  তায়কোয়ানদো প্রতিযোগিতার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ সকল খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। 

সোমবার  ( ৯ জানুয়ারি) দুপরে সিরাজগঞ্জ শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে  শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর সমাপনী দিনে নগদ অর্থ পুরস্কার প্রদান  অনুষ্ঠানের সভাপতিত্ব  ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ  রেজওয়ানুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ তমাল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান,   জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক  যুগ্ন-সম্পাদক সঞ্জয় সাহা, সাবেক নির্বাহী সদস্য এনামুল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা সিদ্দিকা অপু বারী প্রমুখ।

 তিনদিন ব্যাপী যুব গেমসের সমাপনী খেলার  সঞ্চালনায় ছিলেন,  জেলা ক্রীড়া সংস্থা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা এবং অনুষ্ঠানের  ধারাবিবরণী করেন, স্বনামধন্য  ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।