সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা।

পারভীন আক্তার, সিরাজগঞ্জ ঃ

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদরে ২৭ কেন্দ্রে ১১ হাজার ১শত ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবার কথা থাকলেও বেশ কিছু কেন্দ্রে শিক্ষার্থীদের অনুপুস্থিতি দেখা যায় ।

এ ব্যাপারে গৌরী আরবান প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সুপার উদয় পাল জানান, ইতিমধ্যেই অনুপুস্থিত শিক্ষার্থীদের চিহৃিত করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।