সিরাজগঞ্জে শুভ মহালয়া পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুভ মহালয়া পালন করা হয়েছে মহালয়া উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও চন্ডি পাঠের মাধ্যমে মহালয়ার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিমল কুমার দাস।
এ সময় সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু, সাধারণ সম্পাদক সনজয় সাহা, জাতীয় পরিষদ সদস্য হীরক গুন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক, জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি গৌর হরি পাল, যুগ্ন সাধারণ সম্পাদক সুকান্ত সেন, সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকারসহ সাংগঠনিক সম্পাদক স্বপন সান্যাল, শহর কমিটির সাধারন সম্পাদক রিংকু কুন্ডুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।