সিরাজগঞ্জে শীতের সবজির সরবরাহ বেশী হলেও দাম আকাশচুম্বী
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
তেলের দাম বৃদ্ধির সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এখন আকাশচুম্বী । লাগামছাড়া দামের কারণে দরিদ্র্য মানুষের নাভিশ্বাস অবস্থা। গরিব মানুষের সস্তায় ক্রয়ের শেষ পণ্য কাঁচা সবজি সরবরাহ প্রচুর পরিমাণ থাকলেও দাম কিন্তু কমছে না। যে কোন সবজিতে হাত দিলেই দাম আকাশচুম্বী।
পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন দরিদ্র ও নিন্ম আয়ের সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না মধ্যসত্য ভোগী কালোবাজারি ঠেকানোর কার্যক্রম।
শীতের সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম। কোন সবজি ৪৫ টাকা থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বাজারে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। সংসার চালাতে হিমসিম খাচ্ছেন।
সোমবার (২২ নভেম্বর) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় ফুলকপি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা ,বেগুন ৪০টাকা, কচুর মুখি ৫০ টাকা, শিম ৬০ টাকা, ভেন্ডি ৫০ টাকা, উস্তা / করোল্লা ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, ভটভটি ৫০ টাকা, লাল শাক ৪০ টাকা ,পটল ৪০ টাকা, মুলা ৪০ টাকা, পালং শাক ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, ছোট একটি লাউ ৪৫ থেকে ৫০ টাকা ,পাতাকপি ৪০ টাকা কেজি, কাঁচা কুমড়ো ৩০ থেকে ৪০ টাকা, ধনেপাতা ১৫০ , আলু ৫০ টাকা, গাজর ১২০ টাকা, খিরা ৫০ টাকা, জলপাই ২০ টাকা, কচুর লতি ৫০ টাকা ,লাউ শাক ৪০ টাকা, কলার মোচা এক পিছ ৭০ টাকা, কাজ কলা ৪ পিছ ২০ টাকা, মুলো শাক ২০ টাকা, কচু ৪০ টাকা, জালি ৪০ টাকা,পিয়াজ ৬০,আদা ৭০, ছোটি পিয়াজ ৪৫,লাউ শাক ২০ টাকা আটি,ডাটা শাক ৫ পিছের আটি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
কৃষক থেকে সরাসরি পণ্য ফসল সংগ্রহ করে মধ্যস্থ কারবারিরা। পুরো লাভটাই তাদের পকেটে ধুকছে।
ফলে কৃষক হারাচ্ছে তার ফসলের লাভ। কৃষকের প্রাপ্য লাভ গিয়ে ওঠে পুঁজিপতির গোলায়। একদিকে ফসলের লোকসান, করোনার নাকানিচুবানি; আরেকদিকে নিত্যপণ্যের সঠিক দাম না পাওয়ার কারণে কৃষকের হাত অর্থশূন্য হওয়ার পথে।
সাধারণ কৃষকেরা জানান, ব্যাপারীরা এসে তরকারি কিনে নিয়ে যায়। একসাথে এতো তরকারি ব্যাপারী ছাড়া বিক্রি করা যায় না। আমরা কোনো রকম উৎপাদন খরচ রেখে তাদের কাছে তরকারি বিক্রি করে দেই। তারা সেই সব পণ্য নিয়ে চরা দামে বিক্রি করছে।তাতে কৃষকের কোন লাভ হচ্ছে না।লাভ হচ্ছে ব্যাপারীদের। তাদের কাছে আমরা কৃষক জিম্মি।