সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত । 

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

শিক্ষা সংলাপ আগামীর বাজেট ঃ অংশীজনের প্রত্যাশা এর শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। organized by: National Development programme (NDP), In-coperation with: Campaign for Popular Education (CAMPE), Supported  by: Education OutLoud-ASA.

সোমবার (৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠানের

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়।
এতে সভাপতিত্ব করেন,  এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।
শিক্ষা বাজেট বিষয়ক ও উন্মুক্ত আলোচনা করেন, এনডিপির উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদ এবং গণসাক্ষরতা অভিযান উপকার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এস. এম. রকিবুল হাসান, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সিরাজগঞ্জ সন্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, দৈনিক  সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যারাণী সাহা, সিরাজগঞ্জ সদর সহকারি উপজেলা  শিক্ষা অফিসার মোঃ শাহা আলম,  মোঃ আককাছ আলী   প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

মতবিনিময় সভায় উপস্থাপন করেন,
পরবর্তী অর্থবছরের বাজেট প্রণয়নে শিক্ষাখাতে বিবেচ্য বিষয়সমূহ – কোভিড ১৯-এর ক্ষতি উত্তরণে এবারের বাজেটে শুধুমাত্র শিক্ষাখাতের জন্য বাজেটের ২০%বরাদ্দ রাখা এবং একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থ ব্যয়ের সক্ষমতা বৃদ্ধি, অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ; ঝরে পড়া / অনিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ ; ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের জন্য মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে ; শিক্ষকদের বেতন কাঠামো পুনর্গঠন ও স্বতন্ত্র বেতন কাঠামো চালুর পাশাপাশি ইন্টারনেটভিত্তিক শ্রেণিকক্ষব্যবস্থাপনা ও শিক্ষার্থী মূল্যায়নে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা ; সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ; নূন্যতম শিখনফল অর্জনে বিশেষ উদ্যোগে ; স্থানীয় পরিকল্পনা ও শিক্ষায় অর্থায়নে সরকারের ভূমিকা সঙ্গে জনগণের সম্ভাব্য উদ্যোগকে সম্পৃক্ত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের শিক্ষা তহবিল বৃদ্ধির লক্ষ্যে কর ন্যায্যতা ও করের আওতা বৃদ্ধি, করঅবকাশ ও কর ফাঁকি রোধ ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে  সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা ;  উপবৃত্তি ও স্কুল মিল কার্যক্রম জোরদার করা ; প্রতিবন্ধী, আদিবাসী / ক্ষুদ্র নৃগোষ্ঠী, চর-হাওর ও উপকূলীয় এলাকা,দূর্গম এলাকা, শহরের বস্তি এবং গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের বিশেষ করে সুবিধাবঞ্চিত অভিভাবকদের অতিরিক্ত বরাদ্দ দেওয়া, যেমন –ভিজিডি কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাল,বিধবা ভাতার ক্ষেত্রে পোষ্য শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ।