সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী সজিব আহমেদ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাকিব সাকিল, কামরুল ইসলাম ,নাসিম রেজা মাসুদ, ইমরান, রাশেদ রাব্বি, অর্নব হাসান, নাসিম রেজা অপু, প্রমূখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৪ মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী মানসিক ভাবে ভেঙে পড়েছে। স্বাস্থ্য বিধি মেনে যদি মার্কেট, শপিং মল, পর্যটন কেন্দ্র, গণ-পরিবহন চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও অবশ্যই চলতে পারবে।

তারা আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। এই মেরুদন্ড নষ্ট করবেন না। শিক্ষার্থীদের কথা ভাবুন। আমাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমাদের বাঁচান। অনতিবিলম্বে আজ কাল না করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে আমরা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।