সিরাজগঞ্জে শতরূপা যাত্রাদলের “শিরী ফরহাদ” যাত্রা প্রদর্শনী।
আজিজুু রহমান মুন্না ঃ
আমাদের গ্রাম- বাংলার ঐতিহ্য, আদি সংস্কৃতির মধ্যে অন্যতম হলো যাত্রাপালা । কিন্ত, এ শিল্প বর্তমানে বিলুপ্তির পথে হলেও সিরাজগঞ্জ জেলা শিল্পকলার আয়োজনে, শুক্রবার (৩০ নভেম্বর’১৮)সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে রায়গঞ্জের শতরূপা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় “শিরী- ফরহাদ” যাত্রাপালা অনুষ্ঠান প্রর্দশন করা হয়েছে। এ যাত্রাপালা অনুষ্ঠান বেশ উৎসাহ আর আনন্দ নিয়ে শতশত দর্শকশ্রোতারা উপভোগ করেন ।
সিরাজগঞ্জ শিল্প কলা একাডেমি’র কালচারাল অফিসার মাহমুদুল হক লালন বলেন,বর্তমানে যাত্রাপালা অনুষ্ঠান খুব একটা প্রদর্শন হতে দেখা যায় না, গ্রাম বালার ঐতিহ্য এ শিল্পকে লালন-পালন করা খুবই প্রয়োজন, আমাদের শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনা ধরে রাখতে হবে, দেশ ও জাতির মঙ্গলের জন্য। তাই রাষ্ট্র ও জনগণের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে সুষ্ঠ,সুন্দর যাত্রা শিল্প যে আবার ঘুরে দাড়াতে পারবে তা বোঝা গেল এ অনুষ্ঠান দেখে ।
যাত্রাশিল্প হলো আমাদের সংস্কৃতির অন্যতম শেকড় ও পরিচয় একে টিকিয়ে রাখা জরুরি ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আবশ্যক।