সিরাজগঞ্জে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন রায়পুর রেল স্টেশনে পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলাধীন রায়পুর স্টেশনে এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী পরিদর্শন করেছেন।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে রায়পুর স্টেশনে এলাকায় রেলপথ মন্ত্রী আগমন উপলক্ষে আলোচনা সভায় সিয়াজগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে হোসেন আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন,এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বগুড়া রেল স্টেশনে হতে শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত এ্যালাইমেন্ট বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে মনসুর আলী স্টেশন এলাকা পরিদর্শন করেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন,এমপি ও রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির মুলত ৫০০/৬০০ কোটি টাকা ব্যায়ে প্রস্তাবিত বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্প পরিদর্শনের জন্য আগমন ও পরিদর্শন করেন।